Wednesday, 9 December 2015

বাঘের মুখ থেকে সন্তানদের রক্ষা করলেন মা



















অসীম সাহসিকতায় বাঘের মুখ থেকে দুই শিশু সন্তানকে রক্ষা করলেন মা। সম্প্রতি ভারতের লখনৌতে কাতারনাইঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত মতিপুর রেঞ্জের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে কিভাবে মা তার দুই শিশু সন্তানকে চিতার মুখ থেকে রক্ষা করেন।
ঘটনার বর্ণনায় বলা হয়, গত রোববার সকালে গ্রামটির বাসিন্দা ফুলমতি (৩০) তার দুই মেয়ে গাদিয়া ও রিচাকে নিয়ে মাঠ দিয়ে আসছিলেন।
এ সময় আচমকা একটি চিতাবাঘ তাদের আক্রমণ করে বসে। সঙ্গে থাকা তার চার বছর বয়সী এক মেয়েশিশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাটি।
ফুলমতি তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করে। পাশাপাশি বাঘটিকে দূরে সরানোর জন্য অনবরত তার দিকে পাথর ছুড়তে থাকেন।
প্রায় আধঘণ্টা ধরে চলে মানুষ আর বাঘের এই লড়াই। এরমধ্যে ফুলমতির এক আত্মীয় তার চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। আসেন গ্রামের আরও দু’-একজন বাসিন্দা।
বাঘটিও দমে যাওয়ার নয়। ভয়ে পালিয়ে না বাঘটি উল্টো তাদের ওপর হামলা করে।
বাঘের হামলায় তিন মা-সন্তানসহ মোট চারজন আহত হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তবে এতোকিছু ঘটে গেলেও এর কিছুই জানেন না বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তাইঘটনার সময় এগিয়ে আসেনি বন বিভাগের কোনো কর্মী।
এ বিষয়ে বাহরেইক জেলার বন কর্মকর্তা আশিস তিওয়ারি বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানতেন না।

No comments:

Post a Comment