মোবাইল ফোনের জন্যেই নাকি উচ্ছনে যাচ্ছে গ্রামের মেয়েরা। তাই উত্তরপ্রদেশের আলিগড় গ্রামের এক পঞ্চায়েত আঠারো বছরের কম বয়সী মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে। যারা এই নির্দেশ পালন করবে না, তাদের পরিবারকে শাস্তি হিসেবে ঝাড়ু দিতে হবে গ্রামের রাস্তা। ঘটনাটি ঘটেছে ইগলাস তালুকের গোন্ডা ব্লকের বাসাউলি গ্রামে। সেখানকার খাপ পঞ্চায়েত এই নিদান দিয়েছে। একদিকে যখন প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছেন ডিজিটাল ভারত উদ্যোগের অন্তর্গত দেশের সবার হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার, তখন গ্রাম পঞ্চায়েতের এমন একটি সিদ্ধান্ত সত্যিই আশ্চর্য করে দেয়। আগ্রা থেকে প্রায় ৮০ কিমি দূরে অবস্থিত এই পঞ্চায়েত রায় দিয়েছে অবিবাহিত মেয়েদের হাতে মোবাইল দেওয়া চলবে না, চলবে না কোনও রকম সোশ্যাল নেটওয়র্কিং করাও। এর অন্যথা হলে, মেয়েটির বাবা-মাকে পাঁচ দিন ধরে গ্রামের রাস্তা পরিস্কার করতে হবে কিংবা দিতে হতে পারে ১০০০ টাকার জরিমানা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে পঞ্চায়েত কো-অর্ডিনেটর রামবীর সিং জানিয়েছেন, হাতে হাতে ফোন থাকার জন্যে কম বয়সী মেয়েরা ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। বাড়ছে অপরাধের মাত্রা। ভবিষ্যতে যাতে কোনও অপ্রিয় ঘটনা গ্রামের কোনও মেয়ের সঙ্গে না ঘটে, তাই কড়া নজরদারীতে রাখা হবে গ্রামের মেয়েদের।
Saturday, 20 February 2016
উত্তরপ্রদেশে মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা!
মোবাইল ফোনের জন্যেই নাকি উচ্ছনে যাচ্ছে গ্রামের মেয়েরা। তাই উত্তরপ্রদেশের আলিগড় গ্রামের এক পঞ্চায়েত আঠারো বছরের কম বয়সী মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে। যারা এই নির্দেশ পালন করবে না, তাদের পরিবারকে শাস্তি হিসেবে ঝাড়ু দিতে হবে গ্রামের রাস্তা। ঘটনাটি ঘটেছে ইগলাস তালুকের গোন্ডা ব্লকের বাসাউলি গ্রামে। সেখানকার খাপ পঞ্চায়েত এই নিদান দিয়েছে। একদিকে যখন প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছেন ডিজিটাল ভারত উদ্যোগের অন্তর্গত দেশের সবার হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার, তখন গ্রাম পঞ্চায়েতের এমন একটি সিদ্ধান্ত সত্যিই আশ্চর্য করে দেয়। আগ্রা থেকে প্রায় ৮০ কিমি দূরে অবস্থিত এই পঞ্চায়েত রায় দিয়েছে অবিবাহিত মেয়েদের হাতে মোবাইল দেওয়া চলবে না, চলবে না কোনও রকম সোশ্যাল নেটওয়র্কিং করাও। এর অন্যথা হলে, মেয়েটির বাবা-মাকে পাঁচ দিন ধরে গ্রামের রাস্তা পরিস্কার করতে হবে কিংবা দিতে হতে পারে ১০০০ টাকার জরিমানা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে পঞ্চায়েত কো-অর্ডিনেটর রামবীর সিং জানিয়েছেন, হাতে হাতে ফোন থাকার জন্যে কম বয়সী মেয়েরা ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। বাড়ছে অপরাধের মাত্রা। ভবিষ্যতে যাতে কোনও অপ্রিয় ঘটনা গ্রামের কোনও মেয়ের সঙ্গে না ঘটে, তাই কড়া নজরদারীতে রাখা হবে গ্রামের মেয়েদের।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment