সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তা ও তার সোর্স এক প্রতিবন্ধীর ঘরে ইয়াবা রেখে টাকা আদায়ের পর তা ফেরত দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
- তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী মামুন হোসেন (২৬) এ হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন। তার স্ত্রী মিতু বেগম দুবাই প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন।
- পুলিশ বলছে, সোর্স হাফিজুর রহমান পুলিশের ভয় দেখিয়ে টাকা নিয়ে ফেরত দিয়েছে।
- মামুন শনিবার সাংবাদিকদের বলেন, ১৭ ফেব্রুয়ারি রাতে এসআই আল-মামুন সোর্স হাফিজুরকে নিয়ে তাদের ঘর তল্লাশি করেন।
- “এ সময় হাফিজুর রহমান ঘরের দরজার পাপোশ হাতাহাতির পর কয়েকটি ইয়াবা পাওয়ার দাবি করেন এবং আমাকে ইয়াবা বিক্রেতা হিসেবে আটক করে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা দাবি করেন।”
- এরপর মামুন হোসেন ৩০ হাজার টাকা দিয়ে গ্রেপ্তার ঠেকালেও পরে পুলিশ তা ফেরত দিয়েছে বলে তিনি জানান।
- তবে এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের এএসপি মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, সোর্স হাফিজুর রহমান পুলিশের ভয় দেখিয়ে মামুনের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে পরে আবার তা তিনি ফেরত দিয়েছেন।
- পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করার পর এসআই আল-মামুনের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও এএসপি জানান।
- সোর্স হাফিজুর রহমান ময়মনসিংহ থেকে প্রকাশিত বজ্রশক্তি নামের একটি পত্রিকার তাড়াশ প্রতিনিধি এবং তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সদস্য।
- হাফিজুর রহমান দাবি করেন, মামুনের সাথে তার আর্থিক লেনদেন রয়েছে। সেই টাকা নিয়ে পরে তা ফেরত দিয়েছেন বলে তার দাবি।
weafewr
ReplyDelete