Wednesday 9 December 2015

মনোনয়নপত্র বাতিলের খবর শুনে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর মৃত্যু












টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর শুনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. এনামুল হক মারা গেছেন। তিনি গোপালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন পৌর নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এনামুল। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শনিবার যাচাই-বাছাইয়ের প্রথম দিন নিজের মনোনয়নপত্র বাতিলের খবর শুনে এনামুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক খায়রুল আলম বলেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সঙ্গীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামছুল হুদা বলেন, এনামুল হকের সমর্থক ভোটারের স্বাক্ষর গরমিল হওয়ায় তিনি যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। - See more at: http://www.kalerkantho.com/online/country-news/2015/12/05/298406#sthash.ACDIppbW.dpuf









No comments:

Post a Comment